পরীক্ষার্থী মেয়ে কিন্তু অ্যাডমিটে পুরুষ আর তাই পরীক্ষা দেওয়া হলো না পুলিশ কন্সটেবল প্রার্থীর
তিনি মহিলা এ্যাডমিটে হলেন পুরুষ।যে কারনে ঢুকতে দেওয়া হল না পরীক্ষা কেন্দ্রে। ভুল সংশোধনে মেল পাঠিয়েও মেলেনি সাড়া দাবী পরীক্ষার্থীর।
সোমবার রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা ছিল।কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাই স্কুলে মোট ৩৫২ জনের সিট পরেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার। সেখানেই পরীক্ষা দিতে আসেন নৈহাটির বাসিন্দা যুবতী রিচা কুমারী ঝা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় এ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা।দেখা যায় এ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে পুরুষ (male)।একজন মহিলার অ্যাডমিট কার্ডে পুরুষ লেখা থাকার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি যুবতীকে।
পরীক্ষার্থীর দাবি এডমিট কার্ড হাতে পাওয়ার পরই এই ভুল নজরে পরে তার।এরপরই তিনি মেইল করেছিলেন সংশ্লিষ্ট জায়গায়। তবে সেই মেলের কোনো উত্তর মেলেনি।
পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে বেশ কিছু সময় বসে থাকেন।পরীক্ষার্থী বলেন,চাকরির পরীক্ষার সুযোগ কম।ফর্ম ফিলাপ করার সময় কোনো ভাবে ফিমেলের ঘরে মেল লেখা হয়েছে হয়ত।এ্যাডমিট হাতে পাওয়ার পরই ভুলটা দেখি।যে পরীক্ষা কেন্দ্রে সিট পরেছিল সেখানে সবই পুরুষ পরীক্ষার্থী।আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হল না।
স্থানীয় বাসিন্দা টুলটুল দে বলেন,সকাল থেকেই আমরা পরীক্ষা কেন্দ্রে রয়েছি যারা পুলিশের পরীক্ষা দিতে এসেছে তাদের সহযোগিতা করার জন্য।এর মধ্যেই আমরা দেখি একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছে।তার এ্যাডমিট কার্ডে জেন্ডার এর জায়গায় মেল লেখা আছে।জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে এসেছিল মেয়েটি।যেকোনো কারণেই হোক একটা ভুলের সে পরীক্ষা দিতে পারেনি।তার জন্য একটা সিট বরাদ্দ ছিল।আলাদা পরীক্ষা ব্যবস্থা করা যেত।কিন্তু সেরকম কিছুই করা হয়নি।পরীক্ষার যে উত্তরপত্র সেটা তো পরে দেওয়া হবে তখন সেই ভুল সংশোধন করে নেওয়া যেত।কিন্তু মেয়েটা পরীক্ষাই দিতে পারল না।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊