Latest News

6/recent/ticker-posts

Ad Code

'... মোদীকে পাকিস্তানে পাঠানো উচিত...", আলিপুরদুয়ারে মন্ত্রী উদয়ন গুহ

'... মোদীকে পাকিস্তানে পাঠানো উচিত...", আলিপুরদুয়ারে মন্ত্রী উদয়ন গুহ

Udyan Guha


আলিপুরদুয়ারের খোয়ারডাঙ্গা সভাতে বমোদীকে পাকিস্তানে পুশব্যাক করানো উচিত, মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন উদয়ন। নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, উনি হিন্দি ও গুজরাটিতে কথা বলেন।




তাই ওনাকে পাকিস্তানে পাঠানোর দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। এদিন আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভার এক সভায় তার ব্যক্তব্যে এস আই আর প্রক্রিয়া সঠিক ভাবে শেষ করতে দলীয় বি এল এ ২ দের নির্দেশ দেন মন্ত্রী। বিজেপি এস আই আর করে ভোটারদের নাম বাদ দিয়ে ২৬ শে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে। তাই জীবিত ১০০ শতাংশ মানুষের নাম যেন ভোটার তালিকায় নিশ্চিত করা যায়। 


সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে মন্ত্রী এক সময় বলেন, আমি বাংলাভাষী, আমার জন্মের সার্টিফিকেট নেই, তাহলে আমি যদি বাংলাদেশী হই, আমাকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে তো নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই, তিনি গুজরাটি ও হিন্দিতে কথা বলেন, তাহলে তিনি কেন পাকিস্তানী হবেন না । ওনাকে কেন পাকিস্তানে পাঠানো হবে না? আমাকে বাংলাদেশে পাঠাও, আর মোদী কে পাকিস্তানে পাঠাও। শুধু আমার বেলায় সমস্যা, মোদীর সমস্যা নেই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code