Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই জেলায় হচ্ছে রাজ্য ভাওয়াইয়া উৎসব, ফাইনাল আসর বসবে কোচবিহারে

দুই জেলায় হচ্ছে রাজ্য ভাওয়াইয়া উৎসব, ফাইনাল আসর বসবে কোচবিহারে

Keywords: State Vawaiya Festival, Rabindra Nath Ghosh, Cooch Behar news, Jalpaiguri events, Rajbanshi Culture, Banshi Badan Barman, Mamata Banerjee, Folk song festival West Bengal, Rajbanshi Development Board.

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গের মাটির গান 'ভাওয়াইয়া'-কে আরও জনপ্রিয় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দুই জেলায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভাওয়াইয়া উৎসব। বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই ঘোষণা করেন রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

এবারের উৎসবটি কোচবিহার এবং জলপাইগুড়ি—এই দুই জেলাজুড়ে আয়োজিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী:

  • জলপাইগুড়ি জেলা: আগামী ১৪ ও ১৫ তারিখ উৎসব অনুষ্ঠিত হবে।
  • কোচবিহার জেলা: আগামী ১৫ ও ১৬ তারিখ অনুষ্ঠান আয়োজিত হবে।
  • ফাইনাল অনুষ্ঠান: দুই জেলার সেরাদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা ও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কোচবিহার শহরে। দুই জেলা থেকে ৬ জন করে মোট ১২ জন শিল্পী এই ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন।


এদিন জেলা শাসক দপ্তরের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র, রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মনসহ অন্যান্য আধিকারিকরা। রবীন্দ্রনাথ ঘোষ জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এই উৎসব আয়োজনের জন্য দুই জেলাকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

ভাওয়াইয়া গান সাধারণত গ্রামাঞ্চলেই বেশি চর্চিত হয়। তবে এবার সেই প্রথা ভেঙে শহরের মানুষের কাছে এই লোকগানকে পৌঁছে দিতে চাইছে প্রশাসন। রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, "রাজবংশীদের প্রাণের এই ভাওয়াইয়া উৎসব সবসময় গ্রামের মানুষই শুনে এসেছেন। আমরা চাই এবার শহরের মানুষও এই গানের রস আস্বাদন করুক এবং আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হোক।"

এক নজরে উৎসবের তথ্য:

বিবরণতথ্য
আয়োজকপশ্চিমবঙ্গ সরকার (ভাওয়াইয়া উৎসব কমিটি)
তারিখ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত
ভেন্যুকোচবিহার ও জলপাইগুড়ি
বাজেটজেলা প্রতি ৫ লক্ষ টাকা
ফাইনালিস্টমোট ১২ জন শিল্পী (৬ জন করে প্রতি জেলা থেকে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code