নবম-দশম শিক্ষক নিয়োগে ইন্টারভিউ তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন SSC ওয়েবসাইটে
কলকাতা: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা আজ, শুক্রবার রাত ৮টা থেকে দেখা যাবে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইটে। কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তথ্য যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকাও একসঙ্গে প্রকাশ করা হবে।
প্রথম ধাপে যাঁদের নাম ইন্টারভিউ তালিকায় থাকবে, তাঁদের আগে ডাকা হবে নথি যাচাইয়ের জন্য। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইন্টারভিউয়ের নির্দিষ্ট তারিখ জানানো হবে।
কমিশন সূত্রে জানা গেছে, দুটি SSC ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হবে এবং সেখান থেকেই প্রার্থীরা জানতে পারবেন ইন্টারভিউ সংক্রান্ত ফলাফল।
২০২৫ সালের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয় ৭ সেপ্টেম্বর, যার ফল প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর। মোট শূন্যপদ রয়েছে ২৩,২১২টি, যেখানে পরীক্ষার্থী ছিলেন ২,৯৩,১৯২ জন।
প্রার্থীদের মধ্যে অনেকেই বিষয়ভিত্তিক ন্যূনতম নম্বরের ভিত্তিতে অপেক্ষায় রয়েছেন। তবে সব যোগ্য প্রার্থী চাকরি পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকে। যাঁরা সুযোগ পাবেন না, তাঁদের চাকরির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর বলে জানানো হয়েছে।
তালিকা দেখতে, নীচের ওয়েবসাইটগুলো ভিজিট করুন-
website:
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊