প্রকাশ হল মাধ্যমিক টেস্ট পেপার ২০২৬, কবে মিলবে স্কুলে?
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট-পেপার (Madhyamik Test Paper) প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ছাত্র-ছাত্রীদের হাতে দ্রুত টেস্ট-পেপার পৌঁছে দিতে এ বার থেকে সরাসরি ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে তা সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে।
আগে জেলা স্কুল পরিদর্শকের অফিসে পৌঁছনো টেস্ট-পেপার স্কুলে স্কুলে বিলি হতে সময় লাগত। এবার সেই প্রক্রিয়া সহজ করা হয়েছে। সারা রাজ্যে মোট ৪৬টি ক্যাম্প অফিস থেকে টেস্ট-পেপার বিতরণ হবে। একই সঙ্গে নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও স্কুল প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
এ বারের টেস্ট-পেপারে প্রায় সাড়ে ৫০০ প্রশ্ন রয়েছে। রাজ্যের ১০ শতাংশ সরকারি ও সরকারিপোষিত স্কুলের প্রশ্নপত্র স্থান পেয়েছে। প্রথম ও শেষ পাতায় পরীক্ষাকেন্দ্রে অনুমোদিত ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা এবং কন্ট্রোলরুমের নম্বর ছাপানো হয়েছে।
মাধ্যমিক ২০২৬-এর জন্য নবম শ্রেণিতে প্রায় পৌনে ১১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে। সেই হিসাব অনুযায়ী টেস্ট-পেপার ছাপানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম নেপালি ও উর্দু বিষয়ের প্রশ্নও অন্তর্ভুক্ত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ৯৩০০ স্কুল রয়েছে এবং প্রত্যেকটিকে তিনটি করে টেস্ট-পেপার বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর জন্য অতিরিক্ত ২৭,৯০০ টেস্ট-পেপার ছাপানো হয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊