পাকিস্তানে জেন-জি বিদ্রোহের আঁচ, সোশাল মিডিয়া নিষিদ্ধ করার পথে শাহবাজ সরকার
পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নেপালের মতোই এবার পাকিস্তানে জেন-জি প্রজন্মের বিদ্রোহ তীব্র আকার নিচ্ছে। বিশেষ করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) শিক্ষাব্যবস্থা, মূল্যবৃদ্ধি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন ক্রমশ বিস্তৃত হচ্ছে।
ইমরান খানকে জেলবন্দি করা, সংবিধান বদল, সেনা প্রধান আসিফ মুনিরকে অতিরিক্ত ক্ষমতা প্রদান—এই সব সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার এই ডিজিটাল বিদ্রোহকে রুখতে চিনের পথ অনুসরণ করে সোশাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।
আইনমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক জানিয়েছেন, “যদি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করে, তবে সরকার বাধ্য হবে নিষেধাজ্ঞা জারি করতে।” তিনি আরও বলেন, “সরকার ইতিমধ্যেই X (পুরনো Twitter) হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তারা সহযোগিতা করছে না। আমরা X-কে পাকিস্তানে অফিস খোলার অনুরোধ করেছি, কিন্তু ইতিবাচক সাড়া পাইনি।”
সরকারের অভিযোগ, ইমরান খানের সমর্থকরা X ব্যবহার করে হিংসা ছড়াচ্ছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, শাহবাজ সরকারের শাসনে চরম অরাজকতা ও জনরোষ বাড়ছে। PoK-তে ছাত্র আন্দোলন ইতিমধ্যেই হিংসাত্মক রূপ নিয়েছে, যেখানে গুলি চালানোর ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে শাহবাজ সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বড় অশান্তি সামাল দিতে। সোশাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊