আদালতের রায়ের ওপর নির্ভর করছে নিয়োগ, শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি SSC-র
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে পরীক্ষার্থীদের উদ্বেগ বেড়েই চলছে। সুপ্রিমকোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কিছুতেই কাটছে না জট। কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক নোটিশ জারি করেছে। আর সেই নোটিশের পর নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
বিজ্ঞপ্তির মূল বক্তব্য হলো, সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি এখন আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ, কমিশন চাইলেই স্বাধীনভাবে নিয়োগ শেষ করতে পারবে না, যদি না আদালতের সবুজ সংকেত মেলে। কলকাতা হাইকোর্টে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন। সেই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল প্রার্থীকে বর্তমান আইনি পরিস্থিতি সম্পর্কে অবগত করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কমিশন সতর্ক করে জানিয়েছে আদালতের চূড়ান্ত রায় ঘোষণার পর কোনো প্রার্থী যদি মনে করেন যে তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে, তবে তারা তখন নতুন করে কোনো দাবি জানাতে পারবেন না। মামলার রায় তাদের স্বার্থে আঘাত হানতে পারে এমন মনে হলে তাদের অবিলম্বে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং মামলায় পক্ষভুক্ত হতে হবে। রায়ের পর আর কোনো অভিযোগ শোনা হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊