বাংলায় মন্দির, মসজিদ রাজনীতি নিয়ে আসলো বিজেপি-তৃনমূল: শতরূপ ঘোষ
কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম-এর বাংলা বাঁচাও যাত্রার সপ্তম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের ভূতনীর উদ্দেশ্যে। শুক্রবার সকাল ৯টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়। বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি, সিপিআইএম রাজ্যনেতা শতরূপ ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী। তাদের উপস্থিতিতেই এল.আই.সি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতাকর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার প্রাক্কালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তারা বলেন বাংলায় মন্দির, মসজিদ কালচার ছিলো না। এই সংস্কৃতি আমদানি করলে বিজেপি , তৃনমূল।
এদিন শতরুপ ঘোষ বলেন, নির্বাচনের আগে মন্দির-মসজিদের রাজনীতি আসবেই। যারা সত্যিই ধর্ম করে তারা সব সময় করবে মন্দির-মসজিদ শুধু ভোটের আগে না। আর মন্দির-মসজিদ ইউপিতে বেশি হয় এবার বাংলায় এরা বাংলায় নিয়ে এসেছে। আমরা আগে, স্কুল, কলেজ হাসপাতাল নিয়ে রাজনীতি করতাম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊