Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবার রাজ্য পুলিশের দায়িত্বে, যোগ দিলেন ডিএসপি পদে

মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবার রাজ্য পুলিশের দায়িত্বে, যোগ দিলেন ডিএসপি পদে

Richa Ghosh, West Bengal Police, DSP appointment, Siliguri Commissionerate, Indian women cricketer, cricket world cup winner, Assistant Commissioner of Police, women in police, Bengal news, Richa Ghosh DSP

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ এবার নতুন ভূমিকায়। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাজ্য পুলিশের দায়িত্বে। তাঁকে ডিএসপি (ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) পদে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে সিলিগুড়ি কমিশনারেটে এএসপি (অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

রিচা ঘোষের এই নতুন অধ্যায়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। ক্রিকেট মাঠে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি যেমন পরিচিত, এবার প্রশাসনিক দায়িত্বে তাঁর যোগদান রাজ্য পুলিশের জন্য এক গর্বের বিষয়।

রাজ্য পুলিশের তরফে তাঁকে স্বাগত জানানো হয়েছে। রিচা ঘোষের এই নিয়োগকে অনেকেই দেখছেন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে। খেলাধুলার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে তাঁর পদক্ষেপ প্রমাণ করছে, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে একাধিক ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব।

শিলিগুড়ি কমিশনারেটে দায়িত্বভার গ্রহণের পর রিচা ঘোষ জানিয়েছেন, তিনি ক্রিকেটের মতোই নিষ্ঠা ও পরিশ্রম নিয়ে পুলিশি দায়িত্ব পালন করবেন। তাঁর কথায়, “এটি আমার জীবনের নতুন অধ্যায়। মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত।”

এইভাবে ক্রিকেট মাঠের তারকা রিচা ঘোষ এখন রাজ্য পুলিশের নতুন মুখ। তাঁর যোগদান নিঃসন্দেহে রাজ্যের ক্রীড়া ও প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code