Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBBSE Notice: নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ও মাধ্যমিক ২০২৬ টেস্ট পেপার মিলবে কবে? জানালো পর্ষদ

WBBSE Notice: নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ও মাধ্যমিক ২০২৬ টেস্ট পেপার মিলবে কবে? জানালো পর্ষদ 

wbbse


নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ও মাধ্যমিক ২০২৬ টেস্ট পেপার বিতরণ নিয়ে বড় ঘোষনা দিল পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সদ্য ২০২৫ সালের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার বিতরণএর দিনক্ষণ জানিয়েছে।

বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন তাদের সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে আগামী ১২ই ডিসেম্বর (শুক্রবার) এবং ১৩ই ডিসেম্বর (শনিবার), ২০২৫-এর মধ্যে ২০২৫ সালের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার সংগ্রহ করে।

পর্ষদের এই পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ, এর আগে জানা গিয়েছিল ২৩ ডিসেম্বর এই প্রক্রিয়া চলবে। কিন্তু কিছু কারণে সেই সময় ১০ দিন এগিয়ে আনলো পর্ষদ। ফলে ছাত্রছাত্রীদের পড়াশুনায় ভালো প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার পরিচালনায় আবারও তৎপরতার নজির রাখল।

ক্যাম্প অফিসগুলি ওই দুই দিন সকাল ১০:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। সেই সময়েই বিদ্যালয় গুলিকে সংশ্লিষ্ট নথি গুলি গ্রহন করতে হবে। ১২ ও ১৩ই ডিসেম্বর ক্যাম্প অফিসগুলি থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদ প্রকাশিত অফিসিয়াল ‘টেস্ট পেপার’ বিনামূল্যে বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code