সংসদের অপমান! নেই কোনো পূর্ণমন্ত্রী, রাজ্যসভার অধিবেশন মুলতবি করতে হল চেয়ারম্যানকে
শুক্রবার এক বেনজির ঘটনার সাক্ষী থাকলো রাজ্যসভা। অধিবেশন ছিল কিন্তু উপস্থিত ছিলেন না কোনো পূর্ণমন্ত্রী ফলে অধিবেশন মুলতবি করতে হলো রাজ্যসভার চেয়ারম্যানকে। আর এই ঘটনাকেই সংসদের অপমান হিসেবে দেখছে বিরোধীরা।
শুক্রবার সংসদ হামলার ২৪ বছর পূর্তি। এদিন ওই হামলায় নিহত নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদরা। আর তারপরেই কোনো পূর্ণমন্ত্রী উপস্থিত না থাকায় বিরোধীরা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। নিয়ম অনুযায়ী কোনও পূর্ণমন্ত্রী না থাকলে অধিবেশন চালানো যায় না। অন্তত একজন পূর্ণমন্ত্রী যাতে রাজ্যসভায় উপস্থিত থাকেন সেটা নিশ্চিত করতে অনুরোধ করেন বিরোধী সাংসদরা।
বিষয়টি যে গুরুতর সেটা অনুধাবন করেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণও। তিনিও মেনে নেন, অন্তত একজন পূর্ণমন্ত্রীর সংসদের উচ্চকক্ষে থাকা উচিত। কোনও একজন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য এক প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন রাধাকৃষ্ণন। কিন্তু সেটার পাঁচ মিনিট পরও কোনও পূর্ণমন্ত্রী আসেননি। শেষে বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয়।
এই ঘটনায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “এটা সভার অপমান।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊