Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠে কেন যাননি মুখ্যমন্ত্রী? জানালেন নিজেই

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠে কেন যাননি মুখ্যমন্ত্রী? জানালেন নিজেই

Mamata Banerjee


কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবার আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। বিশাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়ায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ত, আখড়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতানেত্রীও।

সূত্রের খবর, এই আধ্যাত্মিক মহাযজ্ঞে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু তিনি সেখানে যাননি। কেন আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে উপস্থিত হলেন না মুখ্যমন্ত্রী সেই প্রশ্নই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


সোমবার কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের সরাসরি জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট মন্তব্য ‘অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপির যোগ থাকায় আমি যাইনি। যদি এটা কোনও নিরপেক্ষ অনুষ্ঠান হত, তাহলে অবশ্যই যেতাম।’


তিনি আরও জানান, রাজ্যে কোনও আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানের বিরোধী নন তিনি। কিন্তু রাজনৈতিক রঙ মেশানো হলে সেই আসরে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।


এদিকে রাজনৈতিক মহলের মতে, গীতাপাঠের মতো ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক অন্দরে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে আরও তীব্র হয়েছে শাসক–বিরোধী তরজা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code