দুই মহিলা সহ মোট সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
জলপাইগুড়ি : দুই প্রতিবেশীকে প্রকাশ্যে খুনের অভিযোগ, অভিযুক্ত দুই মহিলা সহ মোট সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সাজা ঘোষণার পর অভিযুক্ত ও অভিযোগকারী দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় আদালত চত্বরে। যদিও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জলপাইগুড়ি রাজগঞ্জ থানার চোরুয়া পাড়ার খুনের অভিযোগ উঠেছে।
২০১৪ সালের ৩১ মার্চ, জলপাইগুড়ি রাজগঞ্জ থানার খুনের অভিযোগ আসে৷ পুলিশ তদন্তে নেমে জানতে পাড়ে একই গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে বাঁশ বাগানের বাঁশ কাটা নিয়ে বিবাদ শুরু হয়৷ সেই বিবাদকে কেন্দ্র করে ২০১৪ সালে ৩১ মার্চ সকালে ধারালো অস্ত্র নিয়ে পড়শি পরিবারের সদস্যদের উপর চড়াও হয় কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর জখম হয়, জখম দু'জনকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে পথে মারা যায় বলে দাবি। গুরুতর জখম একজন চিকিৎসায় সুস্থ হয়ে উঠে।
এতদিন মামলাটি জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে মামলাটি চলছিল৷ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন এখনও পলাতক৷ গ্রেফতার হওয়া মোট সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিল বিচারক বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী সুভাষ চন্দ বসু৷
অভিযুক্তদের সাজা হওয়ার অভিযোগকারী পরিবার খুশি৷ অভিযোগকারীদের তরফে এক সদস্যা জানায়, আমরা চেয়েছিলাম ফাঁসির সাজা। যাবজ্জীবন সাজা হওয়ার আমরা খুশি। এই অপেক্ষায় ছিলাম। "

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊