HS 4th Semester Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি রুখতে নজিরবিহীন পদক্ষেপ
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমেস্টার পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নফাঁস ও টোকাটুকির মতো অনিয়ম রুখতে এবার পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংসদের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রের মূল ফটকে নজরদারি ক্যামেরায় টানা ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, সেই রেকর্ডিং পরীক্ষা শেষ হওয়ার পরও ৩০ এপ্রিল পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দুটি নজরদারি ক্যামেরা রাখতে হবে—একটি মূল ফটকে এবং অপরটি ভেন্যু সুপারভাইজারের ঘরে। অতীতে রেকর্ডিংয়ে সময় ও তারিখের ভুলের কারণে আইনি জটিলতা তৈরি হওয়ায় এবার সংসদ বিশেষভাবে সতর্ক।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “নজরদারি ক্যামেরা শুধু থাকলেই হবে না, তার মাধ্যমে যথাযথ ভিডিও রেকর্ডিং নিশ্চিত করতে হবে। পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকের উপরই থাকবে এই দায়িত্ব।”
পরীক্ষাকেন্দ্রে ভেন্যু সুপারভাইজার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, যদি তারা নতুন সিলেবাসের অন্তর্গত হন।
তবে যেহেতু একই কেন্দ্রে নতুন ও পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা থাকবে, তাই পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, কিন্তু নতুনরা পারবেন না—এই বিভাজন নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দুটি হাতে ধরা মেটাল ডিটেক্টর রাখা বাধ্যতামূলক—একটি সংসদের তরফে এবং অপরটি সংশ্লিষ্ট স্কুলের তরফে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊