Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral Video: পণ্যবাহী ট্রেনের নিচে যুগলের বেপরোয়া কাণ্ড, ভিডিও ভাইরাল

Viral Video: পণ্যবাহী ট্রেনের নিচে যুগলের বেপরোয়া কাণ্ড, ভিডিও ভাইরাল

Bihar couple viral video, freight train incident, railway track danger, reckless act India, social media viral Bihar, train safety warning, Bihar news viral, couple under train video, railway safety India

ভারতের বিহারে এক প্রেমিক যুগল নিরিবিলি জায়গা না পেয়ে সরাসরি রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনের নিচে ঘনিষ্ঠ হওয়ার চরম ঝুঁকি নিয়েছিলেন। তারা রেললাইনে বসে একে অপরকে জড়িয়ে ছিলেন, মাথার ওপর বিশাল ওয়াগন দাঁড়িয়ে আছে—সেই কথা যেন ভুলেই গিয়েছিলেন।

হঠাৎ ট্রেনের তীক্ষ্ণ বাঁশি বাজতেই ইঞ্জিন ধীরে ধীরে চলতে শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। ঠিক তখনই যুগলটি বিপদের গুরুত্ব বুঝে কোনোভাবে ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে সরে যান। অল্পের জন্য তারা প্রাণে বাঁচেন।

এই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা এমন বেপরোয়া আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষও সতর্ক করেছে যে রেললাইন ও ট্রেনের নিচে এ ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code