Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kolkata High Court: কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ

Kolkata High Court: কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ

Calcutta High Court SSC, SSC age relaxation, Non-teaching staff recruitment, Group C recruitment, Group D recruitment, SSC clerk age limit, Amrita Sinha High Court order, SSC corruption case 2016, SSC non-teaching staff exam, SSC দাগি list publication, Kolkata High Court recruitment ruling


কলকাতা, ৩ ডিসেম্বর — স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নিয়োগ সংক্রান্ত মামলায় অশিক্ষক কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়া অশিক্ষক কর্মীরা যদি ‘দাগি’ না হন, তবে তাঁদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। একই সঙ্গে আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, কারা ‘দাগি’ নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে।

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় অশিক্ষক কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অশিক্ষক কর্মীরা যদি ‘দাগি’ না হন, তবে তাঁদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। একই সঙ্গে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, কারা ‘দাগি’ নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন মামলাকারীরা। তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হননি, পরে দুর্নীতির অভিযোগে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ‘দাগি’ না হলে তাঁরা পুনরায় পরীক্ষায় বসতে পারবেন এবং বয়সে ছাড় পাবেন। কিন্তু অভিযোগ ছিল, কমিশন এই সুবিধা দিচ্ছিল না। সেই কারণেই মামলাকারীরা হাইকোর্টে যান।

শুনানির সময়ে বিচারপতি অমৃতা সিনহা বলেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়সে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না কমিশন। দাগিদের জন্যই হয়তো বাকিরা চাকরি পাননি, তাই দাগি নন এমন প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, দাগি নন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে, যাতে তাঁরা নিজেদের অবস্থান জানতে পারেন।

মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, দাগি নন এমন প্রার্থীদের বয়সে ছাড় দিতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতের রায়ও একই নির্দেশ দিয়েছিল। আদালত ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৮ ডিসেম্বর করেছে, যাতে মামলাকারীরা বয়স ছাড়ের সুযোগ পান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code