Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর

Mursidabad news


বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। পূর্বঘোষণা মতোই মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে বেশ উন্মাদনা ছিল মুসলিমদ সমাজের মধ্যে। এদিন দেখা গেল বহু মানুষ বাবরী মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হয়েছেন। অনেকে ইট নিয়েও হাজির হয়েছেন মসজিদের কাজে দেবেন বলে।

মুর্শিদাবাদে 'বাবরি মসজিদের' শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা। সকাল থেকে সেই কর্মসূচি ঘিরেই প্রস্তুতি তুঙ্গে। সভাস্থলে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশবাহিনী, RAF। সকাল থেকেই সভাস্থলে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন। পাঠানো হয়েছে আরও একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে। মোতায়েন রয়েছে আড়াইশো RAF, ১০০ জন অফিসার। মোতায়েন হওয়া অফিসারদের মধ্যে রয়েছেন DSP, ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার। এছাড়াও এলাকায় মোতায়েন রয়েছেন ১০০ জন কনস্টেবল।

বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না, হুঙ্কার হুমায়ুন কবীরের। 'রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন'। 'নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে', মসজিদ নির্মাণে টাকার কোনও অভাব হবে না, দাবি হুমায়ুনের। '৩ কাঠা জমির উপর তৈরি হবে মূল বাবরি মসজিদ'। '২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়', রেজিনগরের সভা থেকে ঘোষণা সাসপেন্ডেড তৃণমূল নেতার।



এদিন পূর্ব ঘোষণা মতোই শুরু হয় অনুষ্ঠান। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরান শরিফ পাঠ করা হয়। সৌদি আরব থেকে আগত দুই অতিথিও এখানে উপস্থিত হন। ভিত্তি প্রস্থর স্থাপনের পর দোয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code