Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণা-আরিয়ান কলকাতা পার্টিতে কাছাকাছি, বলিউড-টলি সংযোগে নতুন অধ্যায় !

তৃণা-আরিয়ান কলকাতা পার্টিতে কাছাকাছি, বলিউড-টলি সংযোগে নতুন অধ্যায় !

Aryan Khan, Trina Saha, Kolkata party, Bollywood Tollywood connection, Shah Rukh Khan son, Tollywood actress, celebrity meeting, Aryan Khan Trina Saha, Kolkata nightlife, Bollywood in Kolkata, Tollywood stars, Aryan Khan news, Trina Saha news, celebrity gossip, entertainment news India


রবিবার রাতে কলকাতার এক তারকাখচিত পার্টিতে হাজির হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সেখানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তৃণা সাহা, যিনি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ভক্ত। পার্টিতে দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন হয়, এবং তৃণা নিজেই সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায়।

তৃণা বলেন, “আরিয়ান একেবারে বিনয়ী। এত বড় পরিবারের সন্তান হয়েও ওর ব্যবহার অত্যন্ত আন্তরিক। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওর নজর ছিল—কে কী খেতে চান, নিজেই দেখভাল করছিল।”

এই পার্টি চলেছে রাত তিনটে পর্যন্ত। নাইটক্লাবে চলমান মধ্যমা প্রদর্শন বিতর্কের মাঝেও আরিয়ানের আচরণে মুগ্ধ হয়েছেন তৃণা। তিনি বলেন, “এই শহরে আরিয়ান প্রায়ই আসেন। এবার এসেছেন এক ছোটবেলার বন্ধুর সঙ্গে। শাহরুখের তুলনায় ওর ব্যস্ততা কম, তাই কেকেআর সংক্রান্ত বিষয়গুলো ওই দেখভাল করে।”

তৃণা সাহা নিজেই পার্টির কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁকে আরিয়ানের সঙ্গে দেখা যাচ্ছে। এই সাক্ষাৎ টলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ বলিউড ও টলিউডের সংযোগ ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code