কোঁকড়া চুল আর ন্যাচারাল রূপে আকর্ষণ ছড়াচ্ছেন অনুপমা
একঢাল কোঁকড়া চুল আর ন্যাচারাল রূপে অনুপমা অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছেন দক্ষিণী অভিনেত্রী অনপুমা পরিমেশ্বরণ। ২০১৫ সালে মালায়লম সিনেমায় অভিনয় করে পথ চলা শুরু। দক্ষিণে তামিল আর তেলেগু সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁর কোঁকড়ানো চুলের ন্যাচারাল লুক নজর কাড়ে সকলের।
কোঁকড়া চুল, প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়তায় যে কারো নজর কাড়েন এই দক্ষিণি সুন্দরী। কখনো শাড়ি আবার কখনো ওয়েস্টার্ন ড্রেসে সকলের নজর কাড়েন অনুপমা।
শাড়ির সাজে তুলনা নেই অনুপমার। কোঁকড়ানো চুলের রুপে শাড়ির সাথে তাকে দারুন লাগে। অনুপমার লুকে হৃদয়ে ঝড় ওঠে যুবা হৃদয়ে। এমন ন্যাচারাল লুক থাকলে মেকআপের প্রয়োজন পড়ে না।
সোশ্যাল মিডিয়ায় তাঁর বিশাল ফ্যান ফলয়োড়। ইন্সটাগ্রামে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। একের পর এক ছবি ভক্তদের মন ছুঁয়ে যায়।
অনুপমার কোঁকড়ানো চুল ঘন, ভলিউমযুক্ত ও প্রাকৃতিকভাবে বাউন্সি যা অনেক সময়ই তিনি তাঁর নিজস্ব স্টাইলিং-এর মূল “বিশেষত্ব” হিসেবে ধরে রাখেন। তার চুল প্রায় মধ্যলম্বা/লম্বা যা কখনো খুলে, কখনো বেঁধে, কখনো আধা খুলে (half-up / half-down) নানা হেয়ারস্টাইলের জন্য উপযুক্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊