Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB SIR: এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিলে জেল, সতর্ক করল কমিশন

WB SIR: এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিলে জেল, সতর্ক করল কমিশন

West Bengal voter enumeration, BLO photo collection, AI voter verification, voter list update 2025, BLO app photo, voter form digitization, fake voter detection AI, enumeration form rules, BLA responsibilities, voter form correction, voter complaint helpline, West Bengal election commission, voter photo mandatory, BLO duties 2025, voter list verification Bengal


পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ জোরকদমে চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথ স্তরের আধিকারিকরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করছেন এবং সেই ফর্মের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপলোড করছেন। এই ফর্মে ভোটারদের নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, স্বাক্ষর এবং মুখের ছবি সংযুক্ত করা হচ্ছে। তবে ছবি সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এসেছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের মুখের ছবি তুলতে BLO-দের নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে হবে। যদি এনুমারেশন ফর্মে স্পষ্ট ছবি আগে থেকেই থাকে, তাহলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে। তবে যাঁদের ছবি পাওয়া যাবে না, তাঁদের ক্ষেত্রে পুরনো ছবিই ব্যবহার করে ফর্ম জমা দেওয়া হবে। কমিশন আরও জানিয়েছে, এনুমারেশন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে শূন্যস্থানে যে কোনও মাপের ছবি আটকাতে পারেন।

এই পুরো প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিচালিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, যা ভোটারদের মুখের ছবি বিশ্লেষণ করে নকল বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সাহায্য করবে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৮০ লক্ষ ভোটারের ফর্ম সংগ্রহ করে ডিজিটাইজ় করা হয়েছে। ফলে প্রতিটি তথ্য, ছবি, স্বাক্ষর ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকবে এবং কোনও ভুল বা জালিয়াতি সহজেই ধরা যাবে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মৃত, স্থানান্তরিত বা তালিকায় একাধিকবার নাম থাকা ভোটারদের সঠিক তথ্য দিতে হবে BLO-দের। যাঁরা প্রতিদিন ৫০টি পর্যন্ত ফর্ম জমা দিচ্ছেন, সেই বুথ লেভেল এজেন্টদের (BLA) নিশ্চিত করতে হবে যে, ভোটাররা তাঁদের উপস্থিতিতে সই করেছেন এবং ফর্মে দেওয়া তথ্য সঠিক। BLA-দের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরও লিখতে বলা হয়েছে।

ফর্মে ভুল থাকলে শুধুমাত্র একটি দাগ টেনে কেটে দিতে হবে এবং একই সারির খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। BLO-রা যাচাই করে সই করবেন, কিন্তু যাচাইয়ের পরেও যদি ভুল থেকে যায়, তাহলে ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী BLO-দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যাঁদের নাম ২০২৫ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় রয়েছে, অথচ এখনও এনুমারেশন ফর্ম পাননি, তাঁদের টোল ফ্রি নম্বর ১৯৫০ অথবা ০৩৩-২২৩১-০৮৫০-তে ফোন করতে বলা হয়েছে। এছাড়া নিজের নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে ৯৮৩০০৭৮২৫০ নম্বরে WhatsApp করেও অভিযোগ জানানো যাবে। কমিশন জানিয়েছে, অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে।

গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। BLO-রা ২০০২ সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী ফর্ম পূরণ করাচ্ছেন। কমিশনের রবিবার রাত ৮টার বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিলি হয়ে গিয়েছে। এই হালনাগাদ প্রক্রিয়া ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code