পরীক্ষার ২৫ দিনের মাথায় প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের SI নিয়োগের পরীক্ষার ফল
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের SI নিয়োগের পরীক্ষার ফল। পরীক্ষার ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ফল। গত ১২ই অক্টোবর ২০২৫ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের SI পরীক্ষা। আর আজ প্রকাশিত হল ফল। ফল জানতে আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এ ভিজিট করতে হবে।
WB Police SI exam আগামী ১২ই অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয় । ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে ২। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। ১/৪ নম্বর ভুল উত্তরের জন্য কাটা যাবে। মোট ১১৩১টি শূন্যপদের জন্য এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
West Bengal Police Recruitment
Board (https://prb.wb.gov.in) and West Bengal Police (www.wbpolice.gov.in) এর ওয়েবসাইটে গিয়ে আপনি Application Sl No, জন্ম তারিখ ও জেলা বা রাজ্য সিলেক্ট করলেই নিজের ফল জানতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊