Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল, কীভাবে জানবেন প্রাপ্ত নম্বর, কী হবে পরবর্তী পদক্ষেপ

SSC একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল, কীভাবে জানবেন প্রাপ্ত নম্বর, কী হবে পরবর্তী পদক্ষেপ

SSC teacher recruitment result, SSC Class 11 12 result 2025, WBSSC result today, how to check SSC marks, SSC interview process, SSC merit list 2025, SSC document verification, WB teacher recruitment, SSC official website, SSC subject-wise answer sheet, SSC recommendation letter, Supreme Court SSC order, SSC 2016 panel cancellation

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। পরীক্ষার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ রয়েছে ১২,৫১৪টি, যেখানে আবেদন করেছেন ২,৪৬,৫৪৩ জন প্রার্থী। পরীক্ষাটি হয়েছিল মোট ৬০ নম্বরের উপর।

প্রত্যেক প্রার্থী SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিজের লিখিত পরীক্ষার নম্বর দেখতে পারবেন। পাশাপাশি, কমিশন জানিয়েছে, একাদশ-দ্বাদশের ৩৬টি বিষয়ের উত্তরপত্রও ওয়েবসাইটে আপলোড করা হবে।

পরবর্তী ধাপ:

  • মেধাতালিকা প্রকাশ: লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন: উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই হবে SSC-র প্রধান কার্যালয়ে।
  • ইন্টারভিউ: আঞ্চলিক অফিসগুলিতে নেওয়া হবে ইন্টারভিউ।
  • সুপারিশপত্র: ইন্টারভিউ পর্ব শেষ হলে মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হবে সুপারিশপত্র।

নবম-দশমের ফল কবে?

একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর SSC নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে। উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল।

২০১৬ সালের SSC প্যানেলভুক্ত ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়। আদালত জানায়, নতুন নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই বসতে পারবেন। সেই নির্দেশ মেনেই এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code