Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today Top Headlines: আজকের প্রধান প্রধান খবর একনজরে

Today Top Headlines: আজকের প্রধান প্রধান খবর একনজরে

West Bengal BLO suicide, SIR voter list pressure, Mamata Banerjee statement, Nitish Kumar resignation, Bihar CM oath, NDA government Bihar, Suvendu Adhikari rally, Kolkata High Court order, Memari BJP rally, Bengal weather update, Bay of Bengal low pressure, Bangladesh unrest, Sheikh Hasina death sentence, Dhaka clashes, Jamaat Awami League violence, Red Fort blast, Pakistan terrorism, UIDAI update

জলপাইগুড়িতে BLO-র আত্মহত্যা, SIR প্রক্রিয়া বন্ধের দাবি মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির মালবাজারে এক মহিলা বুথ লেভেল অফিসার শান্তিমুণি ওরাওঁ-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তিনি জানান, SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন BLO প্রাণ হারিয়েছেন।

নীতীশ কুমারের পদত্যাগ, দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথের প্রস্তুতি

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন নীতীশ কুমার। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এনডিএ বিধায়কদের সমর্থনের চিঠিও তুলে দেন। আগামীকাল (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে তিনি দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজেপি নেতা সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা থাকবেন উপ-মুখ্যমন্ত্রী পদে।

শুভেন্দু অধিকারীর মেমারি সভায় অনুমতি দিল হাইকোর্ট

পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভায় রাজ্যের আপত্তি খারিজ করে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সভা করা যাবে। সর্বোচ্চ ৫ হাজার জনসমাগমের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তা ও রুট পরিকল্পনার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ওপর।

বঙ্গে তাপমাত্রা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা নেই

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

বাংলাদেশে উত্তেজনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে সংঘর্ষ

বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশ ও জামাত কর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। একাধিক জায়গায় মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code