Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেন টানার ঘটনা, দেওয়ানহাট স্টেশন থেকে প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়লো ট্রেন

উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেন টানার ঘটনা, দেওয়ানহাট স্টেশন থেকে প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়লো ট্রেন


উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেন টানার ঘটনা, দেওয়ানহাট স্টেশন থেকে প্রায় ৩০ মিনিট দেরিতে ছাড়লো ট্রেন


নিজস্ব প্রতিনিধি, দেওয়ানহাটঃ

দেওয়ানহাট স্টেশন থেকে প্রায় ৩০ মিনিট দেরিতে নিউ কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করল আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। জানা গেছে, আজ দুপুরে চেন টানার একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিলম্ব। তবে নিরাপত্তারক্ষীরা ব্রেক পাইপে বাতাসের চাপ লিক হওয়া সত্ত্বেও চেন টানার কারন শনাক্ত করতে পারেননি।

নিয়ম অনুযায়ী আজ দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসের দেওয়ানহাট স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রেনটি প্রায় ১০ মিনিট দেরিতে, ২টা ৪০ মিনিট নাগাদ প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে ব্রেক এয়ার প্রেসার লিক হওয়ার জোরালো শব্দ শুনতে পান।

নিরাপত্তাকর্মীরা দ্রুত শব্দের উৎস ধরে H1 কামরার দিকে ছুটে যান। এই কামরাটি থেকেই চেন টানা হয়েছে বলে নিশ্চিত হন তারা। সূত্রের খবর, H1 কামরায় সেই সময় একজন পুরুষ ও একজন মহিলা যাত্রী ছিলেন। নিরাপত্তা কর্মীরা তাঁদের চেন টানার কারণ জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। যদিও ওই দুই যাত্রীই চেন টানার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

চেন টানার পর ব্রেক পাইপের সিস্টেমে স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটা সময় লেগে যায়। অবশেষে প্রায় ৩টা ৭ মিনিট নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস দেওয়ানহাট স্টেশন থেকে নিউ কোচবিহারের দিকে যাত্রা শুরু করে। এই ঘটনায় মোট প্রায় ৩০ মিনিটের মতন ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code