চাপ জয় করে সাফল্য! দিনহাটা ২ ব্লকে SIR-এর কাজ এগিয়ে নজির গড়লেন BLO-রা, জানালেন সহজ উপায়
রাজ্য থেকে দেশ, একদিকে যখন SIR এর কাজের চাপে নানান অঘটনের খবর সামনে আসছে, সামনে আসছে কাজের চাপের কথা সে সময় দিনহাটা ২ নং ব্লকে ১০ জন বি এলও এর তালিকা সামনে এলো, যারা খুব সহজেই নির্দিষ্ট সময়ের পূর্বেই SIR এর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন।
প্রকাশিত তালিকা অনুসারে ১ ম স্থানে রয়েছেন শুকারুর কুঠি জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক জাকির হোসেন, তাঁর বুথে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম (644), কিন্তু 97.36% কাজ শেষ করে তিনি দেখিয়েছেন যে ছোট বুথ হলেও উচ্চ মানের কাজ করা সম্ভব।
জ্যোতিষ চন্দ্র সিং রয়েছেন ২য় স্থানে ও আব্দুল আজিজ রয়েছেন ৩য় স্থানে, এঁরাও যথাক্রমে 94.34% এবং 93.61% কাজ সম্পন্ন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
সন্তোষ দত্ত রয়েছেন ১০ম স্থানে। তার তালিকায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি (1068 জন) থাকা সত্ত্বেও তিনি 85.86% কাজ সম্পন্ন করে ১০ম স্থানে রয়েছেন, যা বৃহৎ বুথের ক্ষেত্রেও প্রশংসনীয়।
এছাড়াও এই দশের তালিকায় একজন মহিলা বিএলও রয়েছেন, যার মোট ভোটার সংখ্যা ৮৫০, তিনি ইতিমধ্যে ৭৮৪ জনের ফর্মের কাজ সম্পন্ন করেছেন। তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন।
সংবাদ একলব্যের প্রতিনিধিকে দিনহাটা ২ নং ব্লকের SIR এর কাজে প্রথম হওয়া বি এল ও জাকির হোসেন জানিয়েছেন, প্রথম থেকেই কাজে নেমে পড়েছিলাম, খুব দ্রুত সমস্ত ফর্ম বন্টন শেষ করে ভোটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পরে সেগুলো ফেরত নিয়ে কাজ শুরু করি। যদিও বর্তমানে সার্ভার সমস্যা, এক্ষেত্রে রাতজেগে কাজ করলে সমস্যা না হওয়ার কথা।
তিনি আরও জানিয়েছেন, নির্ভুল ভাবে কাজ করার চেষ্টা করেছি, আবেদনকারীদের প্রত্যেকটা তথ্য অনলাইনে দেওয়া হয়েছে, কাজের কোয়ালিটি খসড়া তালিকা প্রকাশিত হলেই বোঝা যাবে, আশা করি ১০০ শতাংশ নির্ভুল কাজ করেছি।
এত দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে মূলত তিনি যে বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে ডিও ডিউটি, যা তার কাজকে অনেকটা সহজ করেছে, এছাড়া স্কুলের অনলাইনের কাজের অভিজ্ঞতা বি এল ও ডিউটিতে সহায়ক হয়েছে বলে তিনি মনে করেন। এছড়া SIR এর আগে যে ম্যাপিং এর কাজ করতে হয়েছে তাতে SIR এর কাজ আরও অনেকটা সহজ করে দিয়েছে বলে তিনি জানান।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊