Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় পথ অবরোধ — ক্ষোভে ফুঁসছে কোচবিহার উত্তর বিধানসভার মানুষ

বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় কালজানীতে পথ অবরোধ — ক্ষোভে ফুঁসছে কোচবিহার উত্তর বিধানসভার মানুষ

Coochbehar news


কোচবিহার উত্তর বিধানসভার খাপাইডাঙা অঞ্চলে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, খাপাইডাঙা অঞ্চলের বুথ নাম্বার ৩ এর ৩০০/৩ নং বুথে মোট প্রায় ৭০০ জন বৈধ ভোটারের মধ্যে মাত্র ১৪০ জনের নাম ভোটার তালিকায় রয়েছে, বাকিদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ (নিপ্রম)-এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাব্বির ও সংগঠনের অন্যান্য সদস্যরা।




স্থানীয় মানুষের অভিযোগ, “২০০২ সালের আগেও আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়েছেন। তাহলে এবার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে কেন কাটা হলো? আমরা সারাদিন কাজকর্ম ফেলে ভোটার তালিকার জন্য দৌড়চ্ছি। এখনো কোনো সমাধান নেই।”

আন্দোলনকারীরা অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার যেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। বাস্তবে কোনো কাজ হচ্ছে না। এবার আমরা একটি ভোটও তৃণমূল সরকারকে দেব না।”




নিপ্রম সভাপতি মোঃ সাব্বির জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদী নীতির আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে বৈধ ভোটারদের নাম যাচাই করে ভোটার তালিকা পুনরায় প্রকাশ করতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোনো গোপন সমঝোতা বা আতাত থাকে, তারও তীব্র ধিক্কার জানাচ্ছি। সরকার কেন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না—এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code