T20 বিশ্বকাপের সূচি ঘোষনা, কবে কার বিরুদ্ধে ম্যাচ ভারতের?
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগে সূচি প্রকাশ করলো বিশ্ব ক্রিকেটে নিয়ামক সংস্থা ICC। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা।
মোট ২০টি দেশ অংশগ্রহণ করবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাকে গুরুত্ব দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আইসিসি। সেই অনুযায়ী একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।
আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়। ভারতের অহমদাবাদ, দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি। শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। দু’টি স্টেডিয়াম কলম্বোয় এবং একটি ক্যান্ডিতে।
সবমিলিয়ে ক্রিকেট বিশ্বকাপের আসর জুড়ে উত্তেজনা যে তুঙ্গে তা স্পষ্ট। এই বিশ্বকাপে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। বিশ্বকাপে একাধিক বার মুখোমুখি হতে পারে দু’দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে।
গ্রুপ পর্বে ভারতের প্রথম ম্যাচ মুম্বইয়ে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। সূর্যকুমারদের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অহমদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊