Latest News

6/recent/ticker-posts

Ad Code

Swapan Smriti Montessori Teacher Training College এর উদ্যোগে 'Child Centric Education' এর উপর একদিনের কর্মশালা

Swapan Smriti Montessori Teacher Training College এর উদ্যোগে 'Child Centric Education' এর উপর একদিনের কর্মশালা

Swapan Smriti Montessori Teacher Training College


কোচবিহারে স্থিত Swapan Smriti Montessori Teacher Training College এর উদ্যোগে 'Child Centric Education' এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হল গোবরারছরা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন Swapan Smriti Montessori Teacher Training College এর Founder ড. সুশান্ত সরকার, উপস্থিত ছিলেন principal in charge Mr.Sanjib Modak , উপস্থিত ছিলেন শিক্ষিকা মৌমিতা আচার্যী। 



এদিন উপস্থিত ছিলেন International Montessori Teacher Training Institute-এর নর্থ ইস্ট Regional director মাননীয় Pradip Acharjee মহোদয়। সেই সঙ্গে তিনি Child Centric Education এর উপর মূল্যবান বক্তব্য রাখেন এবং Apparatus এর ব্যাবহার বুঝিয়ে দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন National Council for Un-Aided School Organization এর সম্পাদক তোফাজ্জল হক,কোষাধক্ষ্য গোবিন্দ বণিক ,দিনহাটা মহাকুমা সম্পাদক পরিমল চন্দ্র রায়। দিনহাটা মহাকুমার সহ- সভাপতি মাহমুদুল হক, বিপ্লব সরকার সহ-সম্পাদক, উত্তম কুমার বর্মন।

এছাড়াও উপস্থিত ছিলেন আমীর হাসান, মর্জিনা খাতুন, কুদ্দুস আলী ,মিঠুন রহমান সুমন রায় ,বিশ্বজিৎ রক্ষিত ,আমির আলম, আলমগীর হোসেন, জলিল হক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

শেষে উপস্থিত সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code