Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ থেকেই শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহন

আজ থেকেই শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহন

ssc recruitment


আজ থেকেই শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের আবেদন গ্রহন। শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু হবে ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত একমাস ধরে চলবে আবেদন প্রক্রিয়া। সূত্রের খবর এদিকে আজকেই প্রকাশ করা হতে পারে অযোগ্য চাকরিহারাদের তালিকা। প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আদালতের নির্দেশে অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না, সেই সূত্রেই তালিকা প্রকাশ। নতুন করে নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা হবে শিক্ষাকর্মীদের। শূন্যপদ গ্রুপ সি- এর জন্য ২৯৮৯টি এবং ৫৪৮৮টি গ্রুপ ডি- এর জন্য।


WBSSC নতুন নিয়োগ বিজ্ঞপ্তি — ক্লার্ক ও গ্রুপ-ডি (মোট ৮,৪৭৭ জন)
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রাজ্যের সরকারি সহায়তাপ্রাপ্ত ও স্পনসরড স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে ৮,৪৭৭ জনকে নিয়োগ দেওয়ার জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ কর্মসূচি ‘প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা, ২০২৫’ পন্থায় অনুষ্ঠিত হবে।
📋 শূন্যপদের বিবরণ
ক্লার্ক পদ: ২,৯৮৯টি
গ্রুপ-ডি পদ: ৫,৪৮৮টি
⏰ গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ০৩ নভেম্বর ২০২৫
আবেদন শেষ: ০৩ ডিসেম্বর ২০২৫ (বিকেল ৫টা পর্যন্ত)
ফি জমা শেষ: ০৩ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
লিখিত পরীক্ষা: ২০২৬ সালের জানুয়ারি (সঠিক তারিখ পরে ঘোষণা হবে)
🎓 শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
ক্লার্ক: মাধ্যমিক (বা সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রুপ-ডি: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর (১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)।
সংরক্ষিত শ্রেণি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রযোজ্য।
📝 নির্বাচন প্রক্রিয়া ও আবেদন ফি
নির্বাচন ধাপ: লিখিত পরীক্ষা → অভিজ্ঞতা মূল্যায়ন → সাক্ষাৎকার

ক্লার্ক: ইংরেজি/বাংলা, কম্পিউটার/ট্রেড স্কিল সহ
গ্রুপ-ডি: সাধারণ জ্ঞান, অভিজ্ঞতা মূল্যায়ন ও সাক্ষাৎকার

আবেদন ফি:
সাধারণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণি: ₹৪০০
তফসিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী: ₹১৫০

লিখিত পরীক্ষায় নেতিবাচক নম্বর নেই। প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি দুই ভাষায়।
🔗 আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে পারবেন। কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু প্রার্থীর ক্ষেত্রে, যারা “বিতর্কিত প্রার্থী” হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে অযোগ্য।
তথ্যসূত্র ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য WBSSC-এর ওয়েবসাইট দেখুন। (বিজ্ঞপ্তির চূড়ান্ত শর্তাবলী ও নিয়মাবলী অফিসিয়াল নোটিশেই প্রযোজ্য)

Application Link Here 

html

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code