Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB SSC 2025 News: বড় সংকটের মুখে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা

২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

SSC exam 2025, Kolkata High Court, SSC recruitment process, SSC 2016 criticism, Amrita Sinha observation, Kishore Dutta statement, SSC eligibility score, SSC age limit, SSC recruitment controversy, SSC rules 2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে। আদালত জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় বহু যোগ্য পরীক্ষার্থী বাদ পড়েছেন। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট মন্তব্য করেন যে কমিশন এমনভাবে এলিজিবিলিটি স্কোর ও চাকরির বয়সসীমা নির্ধারণ করেছে, যার ফলে অনেক পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া থেকেই ছিটকে যাচ্ছেন। তিনি আরও প্রশ্ন তোলেন, ২০১৬ সালের যোগ্য প্রার্থীদের কীভাবে কমিশন নিয়োগে উপযোগী করবে।

আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, সুপ্রিম কোর্টের আদেশ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া ২০২৫ তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন, সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছে তা হাইকোর্ট পরিবর্তন করতে পারে না। ফলে ২০২৫ সালের এসএসসি বিধি যদি খারাপ হয় বা বাতিল হয়ে যায়, তবুও ২০১৬ কিংবা ২০১৯ সালের নিয়োগ প্রক্রিয়া পুনরুজ্জীবন পাবে না।

বিচারপতি অমৃতা সিনহা আরও উল্লেখ করেন, ২০২৫ সালের পরীক্ষায় অনেক আগের পরীক্ষার্থী বসতেই পারেননি। আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করেছে যে নিয়োগ প্রক্রিয়ার কাঠামোতে মৌলিক ত্রুটি রয়েছে। যোগ্য প্রার্থীদের বাদ পড়া, বয়সসীমা ও এলিজিবিলিটি স্কোরের জটিলতা নিয়ে আদালত সরব হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে হাইকোর্টের হাতে পরিবর্তনের সুযোগ সীমিত।

এই পরিস্থিতি আবারও প্রমাণ করছে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ ও বিতর্ক ক্রমশ বাড়ছে। আদালতের মন্তব্যে পরিষ্কার হয়েছে, নিয়োগের নিয়মকানুনে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code