Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেশনের চাল পাচারের চেষ্টা, পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার একাধিক বস্তা

কল্যাণীতে রেশনের চাল পাচারের চেষ্টা, পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার একাধিক বস্তা

Kalyani


কল্যাণী: 

রেশনের চাল পাচারের বড়সড় অভিযোগে তোলপাড় নদিয়ার কল্যাণী। পেট্রোল পাম্পের কাছে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা রেশনের চালবোঝাই একটি ট্রাক আটক করেছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি রাস্তার পাশের এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে আরও কয়েক বস্তা সরকারি চাল।

ঘটনাটি ঘটেছে সগুনা ফরেস্ট এলাকার কাছে। সূত্রের খবর, কল্যাণী এফসিআই গোদাম থেকে রেশনের চাল নিয়ে বেরোনো ট্রাকটি রাস্তার ধারে একটি নির্জন জায়গায় থামানো হয়। এরপর সেখানেই ট্রাকের তলা থেকে একের পর এক চালের বস্তা নামানো হচ্ছিল। আশঙ্কা, ওই বস্তাগুলি আলাদা করে চুরি করে পাচার করার পরিকল্পনা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমেই উদ্ধার করে লরি থেকে নামানো বেশ কয়েক বস্তা রেশন চাল। পাশাপাশি ট্রাকটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই ট্রাকচালক ও বস্তা নামাতে সাহায্যকারী ব্যক্তি দু’জনেই চম্পট দেন বলে জানা গেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ। রেশন চাল পাচারের পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা, বা ট্রাকটি কোথায় চাল পৌঁছে দেওয়ার কথা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code