Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিএলও এবং বিএলএ-দের হাতে এসআইআরের দিতে হবে না নথি! কি জানালো নির্বাচন কমিশন

বিএলও এবং বিএলএ-দের হাতে এসআইআরের দিতে হবে না নথি! কি জানালো নির্বাচন কমিশন

ECI


রাজ্যে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বা়ড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। আর SIR এর এই পর্যায়ে বুথ লেভেল অফিসার (বিএলও) এবং বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হাতে কোনও প্রকার নথি দেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়ে দিল কমিশন। বিএলও শুধু এনুমারেশন দেবেন এবং তা জমা নেবেন কোনোরকম নথি নেবেন না।

২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারও নাম না থাকলে নথি লাগবে। নাম থাকলে কোনও নথির দরকার নেই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য ১৩টি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ২০০২ সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না-গেলে ওই ১৩টি নথির যে কোনও একটি দিতে হবে। শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে। তার পরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে।

পাশাপাশি, কমিশন এ-ও জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ডিইও (ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার), ইআরও (ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং বিএলও-দের পূর্ণ সময়ের জন্য এসআইআরের কাজ করতে হবে। বিএলওদের দাবি ছিল SIR এর কাজ করার সময় যেন তাঁদের অন ডিউটি দেখানো হয়। অর্থাৎ যে যা চাকরি করে তাঁতে যেন চাকরি করছেই দেখানো হয় যদিও কমিশন জানায় যে প্রতিষ্ঠানে তাঁরা কাজ করেন, তারা অন ডিউটি দেখাবে কি না, তাদেরই জানাতে হবে। এ বার কমিশনের তরফে জানানো হল, পূর্ণ সময়ের জন্যই এসআইআরের কাজ করতে হবে ডিইও, ইআরও এবং বিএলও-দের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code