ভোটার তালিকায় 'ভূতুড়ে' কাণ্ড! মাথাভাঙায় ৪২৫ ভোটারের নাম উধাও, B.L.O-কে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
মাথাভাঙ্গা, কোচবিহার: আসন্ন স্পেশাল সামারি রিভিশন (S.I.R)-এর মুখে চরম উত্তেজনা মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। একটি বা দুটি নয়, সরাসরি ৪২৫ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধান না হলে এলাকায় বুথ লেভেল অফিসার (BLO)-কে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা।
ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকার পুরোনো ১৬০ নাম্বার বুথের (বর্তমানে বুথ নাম্বার ২-এর ২৪৩)। এলাকাবাসীর অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় মোট ৮৪৬ জনের নাম ছিল। কিন্তু বর্তমানে অনলাইনে বা বি,এল,ও-এর কাছে আসা নতুন ভোটার লিস্টে দেখা যাচ্ছে তালিকার মাঝখান থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে।
এলাকাবাসীদের দাবি অনুযায়ী, বর্তমানে তালিকায় ১ থেকে ৪১৬ নম্বর পর্যন্ত নাম রয়েছে, এরপর সরাসরি ৮৪২ থেকে ৮৪৬ নম্বর পর্যন্ত নাম দেখাচ্ছে। অর্থাৎ, তালিকার মাঝখানে থাকা ৪১৭ নম্বর থেকে ৮৪১ নম্বর পর্যন্ত ৪২৫ জন ভোটারের নাম সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে।
এই 'ভূতুড়ে' তালিকা নিয়ে এলাকার মানুষজন দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মহলে অভিযোগ জানিয়ে আসছেন। এমনকি অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এর আগে রাজ্য সড়ক অবরোধও করেছিলেন তাঁরা।
এরই মধ্যে যখন এস,আই,আর (SIR)-এর দিনক্ষণ ঘোষণা হয়েছে, তখন এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। তাঁদের স্পষ্ট বার্তা, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে না এলে তাঁরা বি,এল,ও-কে এলাকায় ঢুকতে দেবেন না, যার অর্থ তাঁরা স্পেশাল সামারি রিভিশনের কাজ করতে দেবেন না।
এলাকার মানুষের প্রশ্ন, হঠাৎ করে এত ভোটারের নাম তালিকা (VOTER LIST) থেকে কীভাবে বাদ পড়ল? কেন বারবার অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান হলো না? দ্রুত পূর্ণাঙ্গ ও সঠিক ভোটার তালিকা প্রকাশ করে তাঁদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
বর্তমানে পরিস্থিতি থমথমে। প্রশাসন কীভাবে এই সমস্যার মোকাবিলা করে এবং ভোটারদের দাবি পূরণ করে, এখন সেটাই দেখার।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊