Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্যান্টের চেইন খুলে নাবালিকার সাথে 'অভাব্য আচরণ', যুবক গ্রেফতার

শিলিগুড়িতে নাবালিকার সাথে 'অভাব্য আচরণ', যুবক গ্রেফতার

শিলিগুড়ি, নাবালিকা, অশ্লীল আচরণ, গ্রেফতার, এনজেপি থানা, পকসো আইন, Siliguri, minor abuse, youth arrested, NJP police, POCSO

শিলিগুড়ি: প্যান্টের চেইন খুলে এক নাবালিকার সাথে অশ্লীল ও অভাব্য আচরণের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন এক যুবক। এই ধরনের ঘটনা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যদিনের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন আইনগতভাবে সোচ্চার হওয়া সত্ত্বেও, রাজ্যে এই ধরনের অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ।

জানা গেছে, মঙ্গলবার শিলিগুড়ি শহর এমন একটি ঘটনার সাক্ষী হল। এনজেপি (NJP) থানার অন্তর্গত শান্তিপাড়ার বাসিন্দা ২৮ বছর বয়সী গোপিনাথ দাস-কে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গোপিনাথ দাস ওই পাড়ারই এক নাবালিকাকে একা পেয়ে অশ্লীল কাণ্ড ঘটায়, যা অত্যন্ত অভাব্য ও নিন্দনীয়। পরবর্তীতে নাবালিকাটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়।

ঘটনার গুরুত্ব বুঝে নাবালিকা ও তার পরিবার অবিলম্বে এনজেপি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মঙ্গলবার রাতেই অভিযুক্ত যুবক গোপিনাথ দাসকে গ্রেফতার করে। ধৃত যুবককে বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code