বিহার ভোটের প্রাক্কালে বিজেপি বিধায়কের ওপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার ২ সন্দেহভাজন
গয়া, বিহার ৫ নভেম্বর ২০২৫:
বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগের রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। এনডিএ প্রার্থী তথা বিজেপি বিধায়ক জ্যোতি মাঝি আক্রান্ত হয়েছেন বড়চট্টিতে। নির্বাচনী প্রচার শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে তাঁর ওপর ছোড়া হয় পাথর, যা সরাসরি তাঁর বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মগধ মেডিকেল কলেজে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়ক আপাতত বিপদমুক্ত।
বুধবার বিকেলে বড়চট্টি বাজারের কাছে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন বিধায়ক ও তাঁর দলের কর্মীরা। সেই সময় পাশের জঙ্গল থেকে আচমকা ছোড়া হয় একটি পাথর, যা বিধায়কের গায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ চলছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল ৫টার পর কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। তার আগেই শেষ হয়েছে শেষলগ্নের প্রচার। কিন্তু তার মধ্যেই বিহারে একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ভোটের আবহে উদ্বেগ বাড়াচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊