Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাতের অন্ধকারে বাইক দুর্ঘটনা, মৃত চালক, আহত মহিলা আরোহী

রাতের অন্ধকারে বাইক দুর্ঘটনা, মৃত চালক, আহত মহিলা আরোহী

Road Accident


সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার খবর! দিনহাটার ওকড়াবাড়ী এলাকা ছোটো ফলিমারি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। অপরজন আহত অবস্থায় পড়ে রইলেন সারা রাত। রাতের অন্ধকারে কেউ বুঝতে পাননি কি ঘটে গেল। কিন্তু ভোরের আলো ফুটতেই স্থানীয়দের চোখে পড়ে রাস্তার পাশের জমিতে কাটা ধানের ওপর পড়ে রয়েছে মোটর বাইক। পড়ে রয়েছে দুইটি মানুষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাতের বেলা আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান রাতের অন্ধকারে দ্রুত গতিতে ছুটে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ও সিড়িতে ধাক্কা মারে। এরপর ছিটকে পড়ে যায় পাশের জমিতে। ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারায় বাইক চালক। অপর আরোহী ছিলেন মহিলা, যিনি অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। সকালে নজরে আসতেই বাড়তে থাকে চাঞ্চল্য। স্থানীয়রা ভিড় জমাতে থাকেন এলাকায়।

স্থানীয়রা জানায়, সকালে মর্নিং ওয়াকে বেড়িয়ে কারোর একজন চোখে পড়ে বাইকটি জমির মাঝখানে পড়ে আছে। এরপর পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান। এরপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকা মহিলার সঙ্গে তাঁরা কথা বলে জানতে পারে তাঁদের বাড়ি মরণেয়া। তবে তাঁদের বাড়ি কোথায় তা স্পষ্ট নয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহু মানুষ ভিড় জমিয়েছে ঘটনাস্থলে। স্থানীয়রা আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code