কোচবিহার রাসমেলায় শিশু থেকে বড় সকলের বিশেষ আকর্ষণ হল মানুষের দ্বারা জীবন্ত জলপরী
কোচবিহার রাসমেলায় শিশু থেকে বড় সকলের বিশেষ আকর্ষণ হল মানুষের দ্বারা জীবন্ত জলপরী। যা ঘিরে ইতিমধ্যেই কৌতুহল শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে। প্রবেশপথে রয়েছে জলের টানেল। সেখানে প্রবেশ করলেই মনে হবে মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রঙের মাছ। সেগুলো দেখতে দেখতে কিছু দূর আগালেই দেখা পড়ে জীবন্ত জলপরী।
জলপরীরা ছোট থেকে বড়দের সকলকেই আনন্দ উপভোগ করাচ্ছেন সকলকে। তার সাথে জলের মধ্যে যেভাবে জল পরীর বয়ে যায়, সেইভাবে খেলা দেখাচ্ছে।সকলে ভীষণ আনন্দ উপভোগ করেছেন সকলের কাছ থেকে জানতে পাওয়া গেল। প্রবেশ মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।
কোচবিহার রাসমেলা একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও সেই মেলা বসেছে। ইতিমধ্যে সার্কাস থেকে বিভিন্ন দোকানে ভরে উঠেছে মেলাবাড়ি। রয়েছে অনুষ্ঠান মঞ্চও। যেখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে কোচবিহার রাসমেলা ঘিরে জেলার মানুষদের মধ্যে একটা উন্মাদনা কাজ করে। শুধু জেলা নয় দুরদুরান্ত থেকে মানুষ এই মেলায় ঘুরতে আসে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊