Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Teachers Health Insurance: হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্তিতে আশার আলো !

Health Insurance: শিক্ষকদের স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্তিতে আশার আলো, হাইকোর্টের নির্দেশে চার মাসের মধ্যে সিদ্ধান্তের নির্দেশ

শিক্ষক স্বাস্থ্য বিমা, ডব্লিউবিএইচএস, হাইকোর্ট নির্দেশ, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, কিংকর অধিকারী, WBHS, Teacher Health Scheme, Amrita Sinha



কলকাতা: শিক্ষকদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পের (WBHS) আওতায় আনার দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের পর অবশেষে আশার সঞ্চার হলো। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা এই গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারকে 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ'-এর সঙ্গে বসে চার মাসের মধ্যে শুনানি শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই রায়কে স্বাগত জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই প্রসঙ্গে বলেন, "এর মাধ্যমে রাজ্য সরকার তাঁদের দীর্ঘদিনের ন্যায্য দাবি মেনে নেবে বলে তাঁরা গভীরভাবে আশা করছেন।" কিংকর অধিকারী আরও জানান, যদি এই শুনানির মাধ্যমে কোনো সুফল না মেলে এবং রাজ্য সরকার তাঁদের দাবি না মানে, তাহলে তাঁরা আবারও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) সংক্রান্ত হাইস্কুল মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ চূড়ান্ত আদেশ পাশ হয়। আদেশে বলা হয়েছে, সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গভর্নমেন্ট হেলথ স্কিম প্রদান রাজ্য সরকার করবে কিনা ("হ্যাঁ" অথবা "না") সেই বিষয়ে আগামী চার (৪) মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চকে জানাতে হবে।

উল্লেখ্য, সমস্ত শিক্ষকদের রাজ্য স্বাস্থ্য বিমার আওতায় আনার দাবিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে শেষমেশ তাঁরা আদালতের দ্বারস্থ হন। সংগঠনের সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়েছেন, এবারও যদি এর ফয়সালা না হয়, তবে তাঁদের এই লড়াই জারি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code