Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাইকোর্টের অনুমতি, শুভেন্দু অধিকারীর সভায় গ্রীন সিগন্যাল; কোচবিহারের চেংরাবান্ধাতে শনিবার “পরিবর্তন সংকল্প” সভা

হাইকোর্টের অনুমতি, শুভেন্দু অধিকারীর সভায় গ্রীন সিগন্যাল; কোচবিহারের চেংরাবান্ধাতে শনিবার “পরিবর্তন সংকল্প” সভা


Bjp


কোচবিহার: শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত কোচবিহারের চেংরাবান্ধায় “পরিবর্তন সংকল্প” সভা আয়োজনের জন্য অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সভাটি আয়োজন করবে BJP, এবং এতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কোচবিহার জেলা পুলিশ পূর্বে এমন সভার অনুমতি না দেওয়া হলেও, বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করেন। আদালতে মামলা ওঠার পর বিচারপতি কৌশিক চন্দ শুনানি করেন এবং শুক্রবার দুপুরে সিদ্ধান্ত দেন, সভার আয়োজন করার অনুমতি দেওয়া হবে। বিজেপির আইনজীবী জনার্দন কেরিয়াল এ তথ্য জানিয়েছেন।

এমন সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে দেখছেন বিশ্লেষকরা কারণ “পরিবর্তন সংকল্প” কর্মসূচি বিজেপির ভিতকে সক্রিয় করার প্রচেষ্টা, আর শুভেন্দু অধিকারীর অংশগ্রহণ এই উদ্যোগে নতুন গুরুত্ব যোগ করছে।

শনিবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া সভায় কেমন পরিবেশ থাকবে, সেটি নজরদারি করবে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক পর্যবেক্ষকরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code