শুটআউট কসবায়! গভীর রাতে গুলি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অদূরে, জখম এক তরুণ
কসবায় চলল গুলি। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলেছে গুলি। খালের পাশে পরিত্যক্ত জায়গায় আড্ডার সময় গুলি চলেছে বল খবর। গুলিবিদ্ধ যুবক বর্তমানে ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)। তিনি কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন গতকাল রাতে। আচমকাই রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শোনা যায়। তখনই আহত যুবকের বাঁ হাতের তালুতে গুলি যেখানে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন সেখানে বেশ কিছু মদের বোতল,খাবারের প্যাকেট পড়েছিল। এমনকী, খাবারের প্লেটে রক্তের ছিটে লেগেছিল জানা গিয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে কার্তুজের খোল। ইতিমধ্যে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়েছে তদন্ত। যেখানে শ্যুটআউট হয়েছিল সেখানে সার্চ অপারেশন হয়েছে গতকাল।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে তাঁরা। যদিও, আহত যুবকের পরিবারের লোকজন এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ১৫ নভেম্বর এই কসবাতেই গুলি চলেছিল। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাঁরই বাড়ির সামনে ক্ষ্য করে গুলি চলায় দুষ্কৃতীরা। পাওয়া গিয়েছিল বিহার যোগ ।
একাধিক গুণ্ডাগিরির অভিযোগ উঠেছে কসবার কাছেই আনন্দপুর এলাকা থেকে। একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা। গত সেপ্টেম্বরেই আনন্দপুরে ভরসন্ধে থেকে গভীর রাত, বারবার গুলশন কলোনিতে একদল দুষ্কৃতীর দৌরাত্ম্য শুরু হয়। আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। আনন্দপুরে গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপিতে ভয়ে কাঁটা হয়ে যায় এলাকার মানুষ। EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ। এরপর আগেপরেও আনন্দপুর থেকে গুণ্ডাগিরি , দেহ উদ্ধার সহ নানা মারাত্মক অভিযোগ পুলিশের কাছে এসেছে।
আহত যুবক তিনি বয়ানে পুলিশকে জানিয়েছেন সূত্রের খবর পিস্তল থেকে গুলি বেরিয়ে জখম হয়েছেন তিনি। ঘটনা ইতিমধ্যেই অভিজিৎ সর্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে যার কাছ থেকে ৯ এম এম এর পিস্তল উদ্ধার হয়েছে। প্রথমে ওই আহত যুবক তিনি জানিয়েছিলেন দুজন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় তাই পরবর্তীতে পুলিশের জেরার মুখে পড়ে তারা স্বীকার করেন তাদের কাছে একটি পিস্তল ছিল সেই পিস্তল থেকে এইগুলি বেরিয়ে জখম হয়েছেন তিনি

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊