Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nepal News: বার্লিনগামী নেপালি যুবতীকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত, আন্তর্জাতিক স্তরে বিতর্ক

Nepal News: বার্লিনগামী নেপালি যুবতীকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত, আন্তর্জাতিক স্তরে বিতর্ক

Nepali woman visa issue, Delhi airport controversy, Berlin flight denied, immigration department India, Shamabhavi Adhikari, Nepal Germany travel, Air India Kathmandu Delhi, Qatar Airways Berlin, Indian immigration role, international travel visa problem, Nepal citizen deported, Delhi immigration news, Ministry of Home Affairs India, visa expiry travel ban, Nepal India flight transit


জার্মানির বার্লিনগামী এক নেপালি যুবতীকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে কাঠমান্ডুতে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে বিতর্কের সৃষ্টি হয়, যেখানে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় ভারতের অভিবাসন বিভাগের কোনও ভূমিকা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শম্ভাবী অধিকারী নামে ওই নেপালি নাগরিক কাঠমান্ডু থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে বার্লিন যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা তাঁকে বার্লিনগামী বিমানে উঠতে দেয়নি। ফলে তাঁকে দিল্লি থেকেই ফেরত পাঠানো হয় কাঠমান্ডুতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেখানো চেষ্টা হচ্ছে ভারত নেপালের নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তবে এটা কোনও ভাবেই সঠিক নয়। গোটা ঘটনায় ভারতের অভিবাসন দপ্তরের কোনও ভূমিকা নেই।”

এই ঘটনার পর আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে নেপাল, বাংলাদেশ-সহ একাধিক দেশের যাত্রীদের জন্য ভারত একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি আলোচনায় আসে। অনেক যাত্রী সরাসরি আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছাতে না পেরে ভারত হয়ে যাত্রা করেন। তবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য অনুযায়ী, এ ধরনের ট্রানজিট যাত্রায় অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই, কারণ এটি বিমান সংস্থা ও যাত্রীর মধ্যেকার বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code