বাংলাদেশ সীমান্তে ১১টি ময়ূর উদ্ধার, পাচার ভেস্তে দিল বিএসএফ
নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ১১টি ময়ূর উদ্ধার করেছে। গভীর রাতে এই পাচার চক্র ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে বিএসএফের কড়া প্রহরার ফলেই। উদ্ধার হওয়া ময়ূরগুলিকে এখন পুরুলিয়ার জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত গভীর রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত এলাকায় পাচারের চেষ্টা চলছিল। কর্তব্যরত এক বিএসএফ জওয়ান লক্ষ্য করেন, কয়েকজন পাচারকারী তিনটি প্যাকেট নিয়ে কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলছে। তিনি তৎক্ষণাৎ অন্য জওয়ানদের খবর দেন।
এরই মধ্যে, বাংলাদেশের দিক থেকে কয়েকজন ব্যক্তি অন্ধকারের মধ্যে কাঁটাতারের কাছে ছুঁড়ে ফেলা প্যাকেটগুলির দিকে এগিয়ে আসতে শুরু করে। জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র হাতে পাচারকারীদের দিকে ধেয়ে যান।
পরিস্থিতি সামাল দিতে না পেরে বিএসএফ আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে পি এজি বন্দুক থেকে দু রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের দাবি, পাচারকারীরাও তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পিছু হটে।
পাচারকারীরা সরে গেলে বিএসএফ জওয়ানরা প্যাকেটগুলি সংগ্রহ করে। প্যাকেটগুলির ভেতর থেকে মোট ১১টি ময়ূর উদ্ধার হয়।
বিএসএফের এই তৎপরতা বন্যপ্রাণী পাচারের একটি বড় চক্রকে রুখে দিতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া ময়ূরগুলির সুরক্ষার জন্য বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, ময়ূরগুলিকে নিরাপদ আশ্রয়ের জন্য পুরুলিয়ার জঙ্গলে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊