১১ বছরের সম্পর্কে ইতি টেনে রাসলকে ছাড়লো KKR, রিটেনশন তালিকা জানিয়ে দিল কলকাতা
১১ বছরের সম্পর্কে ইতি, রাসেলকে ছাড়লো কলকাতা নাইট রাইডার্স। ২০১৪-য় রাসেলকে কিনেছিল কেকেআর। শনিবার আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রাসেলের নাম নেই। ছেড়ে দেওয়া হয়েছে ২৩.৭৫ কোটি টাকার বেঙ্কটেশ আয়ারকেও। নিলামের আগে বড় পদক্ষেপ নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
বিদেশি আরও কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তার মধ্যে রয়েছে মইন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ় (২ কোটি) এবং স্পেন্সার জনসন।
কেকেআরের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এই ছাঁটাইয়ের পর কলকাতা নাইট রাইডার্সে এখন ১৩টি জায়গা ফাঁকা যার মধ্যে ৬টি বিদেশী নিতে পারবে কেকেআর।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊