Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত'- পরিযায়ী শ্রমিক হেনস্থা নিয়ে সুকান্তকে তুলোধনা অভিষেকের

'সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত'- পরিযায়ী শ্রমিক হেনস্থা নিয়ে সুকান্তকে তুলোধনা অভিষেকের

TMC, BJP, Abhishek Banerjee, migrant labourers, Maharashtra arrest, Bengali identity, political controversy, Sukanta Majumder, Mamata Banerjee, South Dinajpur, Bengali workers tortured, SIR hearing, minority persecution, Bengal politics, migrant injustice, Bengali News Today, labour rights, political discrimination, India regional politics, fashion show criticism, Tapan migrant case


উত্তরবঙ্গ সফরে দক্ষিণ দিনাজপুরের তপনে দুই পরিযায়ী শ্রমিক অসিত বর্মন ও গৌতম সরকারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে সাত মাস জেলে ভরেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের হস্তক্ষেপে অবশেষে তারা মুক্তি পান।

তপনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এই দুই শ্রমিকের মুক্তি নিশ্চিত হলেও বিজেপির তরফে কোনও সহায়তা তারা পাননি। তিনি অভিযোগ করেন, এলাকার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নেননি। তিনি আরও জানান, 'সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত, মানুষের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেই।'

অভিষেক বলেন, “সমস্যার কথা শুনলে আমি পাশে দাঁড়াবো না? সোনালী খাতুনের অপরাধ ছিল বাংলায় কথা বলা। তাকে আদালতের হস্তক্ষেপে মুক্তি দিতে হয়েছে। মুর্শিদাবাদের জুয়েল রানাকে উড়িষ্যায় পিটিয়ে মারা হয়েছে। ছয় থেকে আট মাসে ১২০০-এর বেশি অভিযোগ এসেছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, SIR শুনানিতে বাংলা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। “বিভাজন ও বৈষম্যের রাজনীতি করে বাংলা অশান্ত করা হচ্ছে। ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রাখা হয়েছে। সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত, মানুষের পাশে দাঁড়ানোর কোনও উদ্যোগ নেই।”

দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য বিজেপি কিছু করেনি বলেও অভিষেক কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “যারা আপনাকে নির্বাচিত করেছে, তাদের পাশে না থেকে নিজের নম্বর বাড়ানোর জন্য গালাগালি করছেন। আমরা কাজ করি, আমরা করে দেখাই।”


তপনের দুই শ্রমিকের জেলমুক্তি ও তাদের সঙ্গে অভিষেকের সাক্ষাৎ রাজনৈতিক বিতর্ককে নতুন করে চরমে পৌঁছে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা-বহির্ভূত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের প্রতি বৈষম্যের অভিযোগ আরও জোরালো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code