Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR Enumeration Form ফিলাপ নিয়ে সব প্রশ্নের উত্তর দিলো নির্বাচন কমিশন, জেনে নিন এখনি

SIR ফর্ম ফিলাপ নিয়ে সব প্রশ্নের উত্তর দিলো নির্বাচন কমিশন, জেনে নিন এখনি 

Voter List Special Intensive Revision, SIR, Enumeration Form, ERO, BLO, Voter List, Draft Voter List, ECINET, Voters.eci.gov.in, Form 6, Submission De

ভোটার তালিকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) 


১. বিশেষ নিবিড় সংশোধন (SIR) কী?

ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধি আইন ১৯৫০ এর ধারা ২১ প্রয়োগ করে রাজ্যে ভোটার তালিকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দিয়েছে। এই সংশোধনের মূল লক্ষ্য হলো প্রতিটি বিধানসভা ক্ষেত্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO)-এর মাধ্যমে এটি নিশ্চিত করা যে, কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত না হন। এই প্রক্রিয়া চলাকালীন নাম অন্তর্ভুক্তির আগে নির্বাচনী নিবন্ধন আধিকারিকেরা (ERO) প্রত্যেক ব্যক্তির যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হবেন।

২. গণনা ফর্ম (Enumeration Form) এবং তার ব্যবহার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন, যদি কোনো ব্যক্তির নাম ২৭/১০/২০২৫ তারিখের ভোটার তালিকায় থাকে, তবে সেই নামের যোগ্যতা যাচাই করার জন্য একটি এনুমারেশান/ গণনা ফর্ম পূরণ করে সই করে জমা দিতে হবে। আপনার অবর্তমানে পরিবারের অন্য কেউও আপনার সঙ্গে সম্পর্কের উল্লেখ করে ফর্ম জমা দিতে পারেন।

ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার পদ্ধতি

  • সংগ্রহ: বুথ লেভেল আধিকারিক (BLO) প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে নাম, ছবি, ঠিকানা এবং অন্যান্য তথ্যাদিসহ দু' কপি এনুমারেশান ফর্ম সরবরাহ করবেন।

  • জমা দেওয়া:

    • পূরণ করা ফর্মটি সই করার পর নথিসহ বুথ লেভেল আধিকারিক (BLO)-এর কাছে জমা করা যাবে। ভোটার নিজে বা পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমেও সই করা ফর্মটি BLO-এর কাছে জমা দিতে পারেন।

    • এছাড়াও, এই ফর্মটি অনলাইনে https://voters.eci.gov.in অথবা ECINET অ্যাপ-এর মাধ্যমে মোবাইল নম্বর ও এপিক (EPIC) নম্বর দিয়ে জমা দেওয়া সম্ভব।

    • যারা অস্থায়ীভাবে বাসস্থান থেকে বাইরে আছেন, তারাও ECINET অ্যাপ বা voters.eci.gov.in ব্যবহার করে অনলাইনে ফর্ম জমা করতে পারবেন।

  • জমা করার শেষ তারিখ: এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিএলও (BLO)-এর কাছে বা অনলাইনে জমা করতে হবে।

৩. আধিকারিক এবং তাদের ভূমিকা

পদদায়িত্ব
নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO)ভারতের নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত মূল আধিকারিক। একটি নির্বাচন ক্ষেত্রের ভোটার তালিকা সংক্রান্ত কাজের মূল দায়িত্ব এনার ওপর ন্যস্ত। এনার অধীনে বুথ লেভেল আধিকারিক, অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO), সুপারভাইজাররা ভোটার তালিকা সংক্রান্ত কাজ করেন।
বুথ লেভেল আধিকারিক (BLO)নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ERO) দ্বারা নিয়োজিত আধিকারিক। ইনি স্থানীয় ভোটারদের সাথে পরিচিত এবং বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত কাজে সাহায্য করেন। BLO-কে নির্বাচন কমিশনের প্রদত্ত পরিচয় পত্র দেখে শনাক্ত করা যাবে। BLO-এর কাজ হলো ভোটারদের গণনা ফর্ম দেওয়া, ফর্ম পূরণে সহায়তা করা, পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া এবং তার তদন্ত করা।

আপনার এলাকার BLO-কে জানার জন্য ECINET অ্যাপ বা voters.eci.gov.in এ গিয়ে "Connect with Election Officials" ক্লিক করে ভোটার ID সাবমিট করলে তার নাম ও ফোন নম্বর পাওয়া যাবে।

৪. খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং করণীয়

  • প্রকাশের তারিখ: খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ই ডিসেম্বর ২০২৫

  • নাম যাচাই: খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর, একজন ভোটারের প্রধান কর্তব্য হলো সেই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা দেখে নেওয়া।

    • ভোটাররা বুথ লেভেল অফিসারের (BLO) কাছে থাকা তালিকা থেকে, অথবা অনলাইনে ECINET অ্যাপ (এপিক নম্বর ব্যবহার করে), voters.eci.gov.in (এপিক নম্বর ব্যবহার করে), কিংবা CEO West Bengal-এর ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকায় সার্চ করে নিশ্চিত হতে পারবেন।

  • খসড়া তালিকায় নাম না থাকলে: যদি খসড়া তালিকায় নাম না থাকে, তবে ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে সংযোজনী-ঘ এবং নথিসমেত বিএলও (BLO)-এর কাছে অথবা অনলাইনে ECINET অ্যাপ বা voters.eci.gov.in-এ জমা করতে হবে। নতুন নাম তোলার জন্যও একই পদ্ধতি অবলম্বন করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code