ঘাড়ের ব্যথায় কাতর, ভর্তি করা হল হাসপাতালে, ইডেন টেস্টে অনিশ্চিত গিল!
ঘাড় এবং মেরুদণ্ডের সমস্যায় হাসপাতালে ভর্তি শুভমন। স্বাভাবিকভাবেই চাপে ভারত। শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাম্বুল্যান্সে করে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গিলকে। ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয় শুভমনের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। সূত্রের খবর আজ হাসপাতালেই রাখা হবে অধিনায়ককে।
এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে বলেই খবর। এদিন বোর্ড সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব হলে ওষুধ খান তিনি। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয় শুভমনের। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ফিজিয়ো। পরীক্ষা করার পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাত্র তিন বল ক্রিজ়ে ছিলেন শুভমন।
শুভমন মাঠ ছাড়ার পর দুপুর ১২.৪১ মিনিটে বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘‘শুভমন গিলের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। দলের মেডিক্যাল টিম ওর পরিস্থিতির উপর নজর রাখছে। আবার মাঠে নামতে পারবে কি না, তা নির্ভর করবে ওর পরিস্থিতির উন্নতির উপর।’’
পরিস্থিতি সাপেক্ষে মনে করা হচ্ছে প্রথম টেস্টে আর খেলতে পারবেন না শুভমন। ইডেন টেস্টে শুভমনের খেলার সম্ভাবনা কার্যত নেই। বোর্ড সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে গুয়াহাটি টেস্টেও হয়তো খেলতে পারবেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊