SIR-র নামে কোনো বৈধ ভোটার বাদ পড়লে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
এস আই আর- এর নাম করে কোন বৈধ ভোটারদের একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে দুর্বার আন্দোলনে গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করা হবে। রবিবার দিনহাটায় এক নম্বর ব্লকের সাবেক ছিট মহল বাত্রিগাছ এলাকায় তৃণমূল আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া এ কথা বলেন।
তিনি বলেন, যারা সাবেক ছিট মহলের নাগরিক তারা বাংলাদেশী নয়, তারা এদেশের বৈধ ভোটার। ছিট মহলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব হীনতায় ভুগছিলেন। অবশেষে তারা নাগরিকত্ব লাভ করেছেন। ভারত সরকার তাদের নাগরিকত্ব দিয়েছেন। কাজেই সাবেক ছিট মহলের বাসিন্দারা বৈধ ভারতীয় নাগরিক। তাদের কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেনা।
সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এ রাজ্যের উন্নয়নের যে গতি প্রবাহ চলছে তাকে আরো ত্বরান্বিত করতে হবে। এ কাজ করতে হলে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি বলেন, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাট সংস্কার নতুন রাস্তা তৈরি, পানীয় জলের বন্দোবস্ত সবকিছু হয়েছে। মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করেছে তার অধিকাংশ গ্রামের সাধারণ মহিলাদের জন্য। স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সমস্ত কিছুতেই মহিলারা উপকৃত হয়েছে।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। সভায় বাত্রিগাছ সহ আশপাশ এলাকা তৃণমূলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊