Latest News

6/recent/ticker-posts

Ad Code

অপেক্ষার অবসান! SSC-র একাদশ-দ্বাদশে ইন্টারভিউ তালিকা প্রকাশ

অপেক্ষার অবসান! SSC-র একাদশ-দ্বাদশে ইন্টারভিউ তালিকা প্রকাশ 

wbssc SLST


পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের জন্য প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে প্রকাশিত হলো ইন্টারভিউ তালিকা। শনিবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদের জন্য ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য শূন্যপদের অনুপাতে ১:১.৬ হারে প্রার্থীদের ডাকা হয়েছে।

গত ৭ই নভেম্বর একাদশ-দ্বাদশের ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে প্রার্থীরা শুধুমাত্র নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পেরেছিলেন। আজকের ইন্টারভিউ তালিকাটি শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে না। এর সাথে আরও দুটি বিষয় যোগ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নম্বর।

২০১৬ সালের যে সমস্ত চাকরিহারা শিক্ষক পুনরায় আবেদন করেছেন, তারা অভিজ্ঞতার নিরিখে অন্যদের থেকে কিছুটা এগিয়ে থাকবেন। নিচের লিঙ্কে ক্লিক করে আপনি ইন্টারভিউ তালিকা দেখে নিতে পারেন:

Preliminary Interview Panel under 2nd SLST(AT), 2025

View Result in respect of 2nd SLST(AT), 2025

Final Answer Keys in respect of 2nd SLST(AT), 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code