সিতাই ব্লকের কিশমত আদাবাড়িতে সিঙ্গিমারী নদীর চরে গোপন গাঁজা চাষের বিরুদ্ধে যৌথ অভিযান
সিতাই ব্লকের কিশমত আদাবাড়ি এলাকায় সিঙ্গিমারী নদীর চরে গোপনে চলা ব্যাপক গাঁজা চাষের বিরুদ্ধে শনিবার যৌথ অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), সিতাই থানার পুলিশ ও বিএসএফ। অভিযানে ট্র্যাক্টরের সাহায্যে প্রায় ১৮ বিঘা জুড়ে ছড়িয়ে থাকা গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতকালেই নদীর বালুচরে প্রতিবছরই গোপন গাঁজা চাষ বাড়তে থাকে। অভিযোগ, এলাকায় বেশ কিছু গ্রামবাসী এই চাষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। প্রতি বিঘায় প্রায় ৪০০টি করে চারা রোপণ করা হয়, এবং অবৈধ এই ফসল থেকে দ্রুত আর্থিক লাভ হওয়ায় স্থানীয় কিছু কৃষক বৈধ কৃষি পদ্ধতির বদলে গাঁজা চাষের দিকেই ঝুঁকে পড়েছিলেন।
এদিনের অভিযানে বড় পরিমাণে গাঁজা ধ্বংস হওয়ায় প্রশাসন আশাবাদী যে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। তবে গোটা চক্রের মূল অভিযুক্তদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনসিবি ও পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊