Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা অজয় রায়কে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠালো দিনহাটা মহকুমা আদালত

গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা অজয় রায়কে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠালো দিনহাটা মহকুমা আদালত

Ajay Roy



গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ জেলা বিজেপি সম্পাদক অজয় রায় কে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার থানার পুলিশ।



অভিযোগ পুলিশের অনুমতি ছাড়াই দিনহাটা শহরে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় লাভের জন্য মিছিল করা হচ্ছিল। পুলিশ বাধা দিতে গেলে হয় তর্কাতর্কি,‌ বাঁধে বচসা। এরপরেই দিনহাটা থানার পুলিশের হাতে আটক হন, পরবর্তীতে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায়কে গ্রেফতার করে পুলিশ।


আজ শনিবার সকালে দিনহাটা থানা থেকে প্রথমে মহকুমা হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তী তাকে আদালতে তোলা হয়।

বিজেপি কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায়কে ৫ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত। জানা গিয়েছে, বাবুপাড়া এলাকা থেকে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায়কে শুক্রবার রাতে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। সেইমতো এদিন শুক্রবার তাকে আদালতে পেশ করে দিনহাটা থানার পুলিশ। এদিন আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হেফাজতে নির্দেশ দেয় এবং আগামী ১৯ নভেম্বর পুনরায় তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code